Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যহিরোইন সহ ৪ নেশা কারবারি আটক

হিরোইন সহ ৪ নেশা কারবারি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ এপ্রিল : গোপন সংবাদের ভিত্তিতে কুমারঘাট থানার পুলিশ ভাটি দুধপুর এলাকায় তিন প্যাকেট হিরোইন সহ ৪ নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয়। দুটি গাড়ি থেকে নগদ ১৫ হাজার ১৩০ টাকা এবং ১২০০ টি খালি কৌটা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে। পুলিশ জানায় হিরোইন গুলির ওজন ৩৬.২৩ গ্রাম এবং আটক করা দুটি গাড়ি গুলির নম্বর TR O5 E 0769 এবং অপর গাড়িটি নম্বর TR O4 A 3686।

গাড়ি দুটি আটক করে এনে কুমারঘাট থানা হেফাজতে রেখেছে পুলিশ। ধৃতদের নাম পিকলু নমঃশূদ্র ওরফে সুমন, বাড়ি কুমারঘাট আনন্দ পল্লী এলাকায়, সুপ্রিয় দেব, বাড়ি কুমারঘাট সারদাপল্লী  এলাকায়, অলীন মোহন ত্রিপুরা, বাড়ি মনুতে, ধর্মেন্দ্র ত্রিপুরা, বাড়ি বিরাশি মাইল এলাকায়। আটকৃত হিরোইনের বাজার মূল্য দুই লক্ষাধিক টাকার অধিক হবে জানায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য