স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ এপ্রিল : কংগ্রেসের প্রচার সজ্জা পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। ঘটনা দুর্গা বাড়ির চা বাগান এলাকায়। এই ঘটনার তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
তিনি প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অভিযোগ তুলেন আগরতলা থেকে প্রচার সজ্জাগুলি গাড়ি দিয়ে বামুটিয়া এলাকায় নিয়ে যাওয়ার হচ্ছিল। সে সময় দুর্বৃত্তরা এসে গাড়ি আটকে প্রচার সজ্জাগুলি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এছাড়াও বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে ব্যাঘাত সৃষ্টি করছে দুর্বৃত্তরা বলে অভিযোগ তোলেন তিনি। তিনি আরো বলেন, বিজেপিকে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু লক্ষ এই সরকারকে পরাজিত করা বলে জানান তিনি।