Monday, February 17, 2025
বাড়িখেলাবিএসটিকে জয় এনে দিলো শতদীপসহজ জয় দিয়ে শুরু সংহতি-র

বিএসটিকে জয় এনে দিলো শতদীপসহজ জয় দিয়ে শুরু সংহতি-র

ক্রীড়া প্রতিনিধি। আগরতলা। ৩ এপ্রিল : । টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়নের মেজাজে শুরু করলো সংহতি ক্লাব। উদ্বোধনী ম্যাচে সহজেই চলমান সংঘকে হারায়। পুলিশ ট্রেণিং একাডেমি মাঠে মঙ্গলবার সংহতি ৬ উইকেটে জয় পায়। প্রথমে ব্যাট নিয়ে চলমানের গড়া ১০১ রানের জবাবে সংহতি ১১ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।


টসে জয়লাভ করে সংহতির বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে তেমন বড় স্কোর গড়তে ব্যর্থ হয় চলমান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান করে। রাহুল হোসেন ২৯ বল খেলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২১, রণজিৎ দেববর্মা ২০ বল খেলে ৪টি
শতব্দীপের ৫ উইকেট। বাউন্ডারির সাহায্যে ১৮, সোমেন মাহান্তি ২৯ বল খেলে ১৭ এবং কৃষ্ণ কমল আচার্য ১৯ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। সংহতির সঞ্জয় মজুমদার ১০ রানে ৩ টি, চিরঞ্জীৎ পাল ৯ রানে এবং অমরেশ দাস ১৯ রানে ২টি করে উইকেট পান। জবাবে সংহতি ১৮.১
ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সম্রাট সূত্রধর ২৩ বল খেলে ৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪, জয়দীপ বনিক ৩৭ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ৩০, দলনায়ক শ্রীদাম পাল ২০ বল খেলে ৩টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং সপ্তজিৎ দাস ২৫ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১৬ রান করেন।


এদিকে, শতদীপ সাহার দুরন্ত বোলিংয়ে মাথা তুলে দাড়াতে পারেননি পোলস্টার ক্লাব। সহজ জয় পায় ইউনাইটেড বিএসটি। এমবিবি স্টেডিয়ামে পোলস্টারের ব্যাটসম্যানদের উপর ম্যাচের শুরু থেকেই চেপে বসেন শতব্দীপ। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান করতে
সক্ষম হয় পোলস্টার। দলের হয়ে ৮ নম্বরে ব্যাট করতে নেমে পাউরুশ মিশ্রা সামান্য প্রতিরোধ গড়ে তুলে ৩৬ বল খেলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। এছাড়া আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রান পান নি। বিএসটি-র দলনায়ক শতদীপ ১২ রানে ৫টি এবং ওনকার তারমালে ৫ রানে ২টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ৪৯ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বিএসটি। ওপেনার এস এ সিন্ধে ১৫ বল খেলে ১টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং শায়ন্তন দেববর্মা ১৪ বল খেলে ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১৮ রান করেন।
পোলস্টারের সুভাষ চক্রবর্তী ২০ রানে ৩টি উইকেট পান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য