স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : জনজাতি ছাত্র-ছাত্রীদের দুই দফা দাবি নিয়ে জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করল টি এস ইউ। সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান, বহু ছাত্রছাত্রী রয়েছে যারা স্কলারশিপের উপর ভিত্তি করে বহির্রাজ্যে গিয়ে পড়াশুনা করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছুদিন আগে কোন এক কারণবশত পশ্চিমবঙ্গের প্রায় চার শতাধিক বি.এড কলেজের ভর্তি বাতিল হয়ে যায়। তারপর কলকাতা হাইকোর্ট রায় দেয় কলেজগুলি পুনরায় ছাত্রছাত্রীদের ভর্তি নিতে পারবে। তারপর ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে।
কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে ২৯ ফেব্রুয়ারি ছিল স্কলারশিপের শেষ দিনক্ষণ। যার ফলে ত্রিপুরার বহু ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গের সেই কলেজগুলোতে ফর্ম পূরণ করতে পারেনি। এতে সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। কারণ স্কলারশিপের উপর ভিত্তি করে রাজ্যের বহু জনজাতির ছাত্রছাত্রী পড়াশোনা করে। তাই মঙ্গলবার জনজাতি কল্যাণ দপ্তরে গিয়ে দাবি করা হয় দু-তিন দিনের জন্য সময় ধার্য করে দেওয়ার জন্য। তাহলে তারা স্কলারশিপের পাওনা পূরণ করতে পারবে। এর জন্য দাবি টি এস ইউ সহ ছাত্রছাত্রীরা। ডেপুটেশনের পর এই বিষয়ে জানান টিএসইউ রাজ্য সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। তিনি বলেন জনজাতি কল্যাণ দপ্তরের সহ অধিদপ্তর কাছে ডেপুটেশন দেওয়ার পর তিনি আশ্বস্ত করেছেন অবশ্যই এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।