স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : বাইখোড়া থানা সংলগ্ন সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে তিব্র উত্তেজনা ছড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, এইদিন বাইখোরা থানা সংলগ্ন সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে TR-01R-1503 নাম্বারের মালবাহী গাড়ির সাথে TR-08F-7471 নাম্বারের স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে।
এতে স্কুটি চালক রাস্তায় ছিটকে পরে আহত হয়। কিন্তু আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কেউই এগিয়ে আসছিল না। এমনকি ঘটনাস্থলে নাকা পয়েন্টে কর্মরত টিএসআর জওয়ানরাও আহত ব্যক্তিকে কোন সহায়তা করে নি বলে অভিযোগ। পাল্টা ইস্কন পরিচালিত বাইখোরা জগন্নাথ জিউ মন্দিরের প্রভু করুনেশ্বর মাধব দাস ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ গ্রহণ করলে ওনার উপর অমল দত্ত নামে এক টিএসআর জওয়ান আক্রমন করে বলে অভিযোগ। এতে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পরে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করার পর স্থানীয়রা অভিযুক্ত টিএসআর জওয়ানের শাস্তির দাবি জানিয়ে এবং বাইখোরা থানার ওসির বিরুদ্ধে এক হ্রাস ক্ষোভ উগড়ে দিয়ে জাতীয় সড়ক অবরোধে বসে।
স্থানীয়দের দাবি থানার সামনে জাতীয় সড়কে নাকা পয়েন্ট বসানোর ফলে সেখানে প্রতি নিয়ত যান দুর্ঘটনা ঘটে। কারন এই স্থানটি চারটি রাস্তার সংগমস্থল। স্থানীয়রা আরও জানান বাইখোরা থানার ওসি সোমবার বাড়ি থেকে থানায় যান। শুক্রবার পর্যন্ত তিনি ১০ থেকে ২০ হাজার টাকা কামাই করে সেই টাকা নিয়ে শুক্রবার পুনঃরায় বাড়িতে চলে যান। জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোরা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয়রা আরও উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে জগন্নাথ জিউ মন্দিরের প্রভু করুনেশ্বর মাধব দাস ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজনদের শান্ত করেন। পরে অভিযুক্ত টিএসআর জওয়ান জগন্নাথ জিউ মন্দিরের প্রভু করুনেশ্বর মাধব দাসের নিকট ক্ষমা চান সকলের সামনে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর জগন্নাথ জিউ মন্দিরের প্রভু করুনেশ্বর মাধব দাস শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে যান আহত স্কুটি চালকের শারীরিক অবস্থার বিষয়ে জানতে। জানা যায় আহত ব্যক্তি পূর্ব পিলাক এলাকার বাসিন্দা পূর্নচরন ত্রিপুরা। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে।