Monday, December 23, 2024
বাড়িখেলারিঙ্কুর পাঁচ ছক্কার পর মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন যশ

রিঙ্কুর পাঁচ ছক্কার পর মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন যশ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ মার্চ : গত বারের আইপিএলে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতানো রিঙ্কু সিংহ এখন সকলের কাছে পরিচিত। ভারতীয় দলেও জায়গা করে নিয়েছেন তিনি। আর সে দিন যে বোলারকে পাঁচটি ছক্কা মেরেছিলেন রিঙ্কু, সেই যশ দয়াল নাকি আবর্জনা! ধারাভাষ্য দেওয়ার সময় এমনটাই বললেন মুরলী কার্তিক।


গত আইপিএলে যশ ছিলেন গুজরাত টাইটান্স দলে। নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় গুজরাত। পাঁচ কোটি টাকা দিয়ে যশকে কিনে নেয় বেঙ্গালুরু। বাঁহাতি পেসারকে প্রথম ম্যাচ থেকেই খেলাচ্ছে তারা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যশ ২৮ রান দিয়ে একটি উইকেট নেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সোমবার পাওয়ার প্লে-তে ৩ ওভারে ১০ রান দেন তিনি। এর পরেই ধারাভাষ্য দেওয়ার সময় মুরলী বলেন, “এক দলের আবর্জনা এখন অন্য দলের হিরে।” ভারতের প্রাক্তন স্পিনারের এই উক্তি ভাল ভাবে নেননি অনেকেই। যশকে আবর্জনা বলায় অনেকেই সমালোচনা করেছেন মুরলীর।


রিঙ্কুর সেই পাঁচ ছক্কার পর মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন যশ। পরে যদিও সামলে নিয়ে ফিরে আসেন। বোর্ডও যশের পাশে দাঁড়ায়। দেশের উদীয়মান পেসারদের মধ্যে যশ এক জন। ভারতীয় ক্রিকেট বোর্ড যশকে বিশেষ ভাবে বার্ষিক চুক্তির মধ্যে রেখেছে। বেশ কিছু প্রতিভাবান পেসারের উপর বাড়তি নজর দিয়েছে বোর্ড। সেই তালিকায় যশ রয়েছেন। ভারতীয় দলেও ডাক পেয়েছিলেন তিনি। তবে চোটের কারণে শেষ পর্যন্ত বাদ পড়তে হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য