স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : কোথায় পোছাবে পেট্রো জ্বালানির মূল্য ? প্রতিদিন লাফিয়ে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের মূল্য ! কোভিড পরিস্থিতির মধ্যে আর কতটা ছেঁকা দেবে আমজনতাকে ? এ ধরনের অসংখ্য প্রশ্ন যখন মানুষের মনে ভিড় করছে তখন আবারো পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। যা আবারো হতবাক করে দিল মানুষকে।
লাগাতার ৪ দিন ধরে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। গত কয়েক মাস ধরেই পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে দেশে সেঞ্চুরি হাঁকিয়ে আকাশ ছোঁয়া পেট্রোল ও ডিজেলের মূল্য। দুর্গাবাড়ি পেট্রোল পাম্পের এক কর্মী জানান গত ১ অক্টোবর থেকে ধারাবাহিক ভাবে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়ে চলেছে। শুক্রবার পেট্রোলের দাম বেড়েছে ৩৩ পয়সা। বর্তমানে আগরতলা পেট্রোল পাম্পে লিটার প্রতি ১০৩ টাকা ৭৩ পয়সা।
অন্যদিকে ডিজেল ৩৬ পয়সা বেড়ে হয়েছে ৯৬ টাকা ১ পয়সা। উৎসবের মরশুম আগে এভাবে জ্বালানির দাম দেশে বেড়ে যেতেই নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত সহ নিম্নবিত্ত মানুষের। আর পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যও। এতে আপামর জনগণের নাভিশ্বাস উঠে যাচ্ছে। দাবি উঠছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যাতে পেট্রোল ও ডিজেলের উপর থেকে শুল্ক হ্রাস করার ব্যবস্থা গ্রহণ করে। এদিনের দাম বৃদ্ধির ঘটনা রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে।