স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : মঙ্গলবার ‘মুসকান’-প্রকল্পের অধীন বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অঙ্গ হিসেবে শিশু কন্যাদের সংবর্ধনা প্রদান করা হয়। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে হয় এদিনের অনুষ্ঠান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়।
এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায় জানান, বর্তমান সরকার মহিলাদের স্বনির্ভর এবং আত্মনির্ভর করার জন্য কাজ করে চলেছে। মেয়েরা যাতে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেদিকে গুরুত্ব দিয়ে চলেছে সরকার। এবং বিশেষ করে মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প রয়েছে সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য কাজ করছে বলে জানান মন্ত্রী।