স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : পাট্টা প্রাপকদের অতিসত্বর ডিমাক্রেশন করা এবং বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষার দাবিতে মুঙ্গিয়াকামী বাজারে এলাকায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই দুটি সমস্যায় ভুগছে।
বহুবার জেলা শাসক এবং বনদপ্তরের কাছে অভিযোগ জানানো হলেও তাদের সমস্যা সমাধানের জন্য কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না। যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশেষে পথ অবরোধ করে তারা দাবি জানান সমস্যা সমাধানের জন্য। না হলে তারা আগামী দিন আন্দোলনে নামবে। হাতে প্লে কার্ড নিয়ে দিনক্ষণ চলে অবরোধ। পরবর্তী সময়ে ছুটে আসে পুলিশ প্রশাসন। জাতীয় সড়ক অবরোধকারীদের মধ্যে অধিকাংশ ছিল রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথার কর্মী সমর্থক। কখনো নিজেদের এলাকাবাসী বলে দাবি করেন, আবার কখনো তিপ্রা মথার বলে দাবি করেন। কিন্তু এদিন লক্ষ্য করা গেছে স্থানীয়রা ছিল দর্শক।