স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জানুয়ারি : দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত এক অটো চালক। ঘটনা সূর্যমনিনগর স্কুলের সামনে। এদিন মারুতি ভ্যান ও যাত্রীবাহী অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা গ্রস্ত মারুতি ভ্যান গাড়ির চালক জানান তিনি উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সূর্যমনিনগর স্কুলের সামনে যাওয়ার পর তিনি দেখতে পান সামনের দিক থেকে পর পর তিনটি যাত্রীবাহী অটো আসছে। তার মধ্যে একটি অটো দ্রুত গতিতে আসছে।
সাথে সাথে তিনি নিজের গাড়ি দাড় করিয়ে ফেলেন। কিন্তু মুহূর্তের মধ্যে দ্রুত গতিতে আসা যাত্রীবাহী অটোটি অপর একটি অটোকে ওভারটেক করে রাস্তার বিপরীত পাশে এসে ওনার মারুতি ভ্যান গাড়ির সামনে ধাক্কা মারে। এতে গুরুতর ভাবে আহত হয় অটো চালকের। ব্যাপক ক্ষতি হয়েছে মারুতি ভ্যান ও যাত্রীবাহী অটোর। এইদিকে ঘটনার পর স্থানীয়রা আহত অটো চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।