স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জানুয়ারি : রাজধানীর শঙ্করাচার্য্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরা।
রক্তদান শিবিরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা স্বেচ্ছায় রক্তদান করেন। বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল জানান রক্তদান একটা মহৎ দান। এইদিনের শিবিরে বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ারা বেশি মাত্রায় রক্তদান করেছে। তার থেকে বুঝা যায় বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের বিদ্যালয়ের প্রতি একটা টান রয়েছে