স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জানুয়ারি : হাওড়া নদী থেকে হাঁস তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির। ঘটনা প্রতাপগড় সুরেন্দ্র পল্লী এলাকায়। মৃত ব্যক্তির নাম গোপাল কুরিয়া। বয়স আনুমানিক ৪৪ বছর। জানা যায় গোপাল কুরিয়া পরিবারের সকলকে নিয়ে প্রতাপগড় সুরেন্দ্র পল্লী এলাকার রামাবতি শাহ্-র বাড়িতে ভাড়া থাকত।
এইদিন সে হাওড়া নদীতে যায় স্নান করতে। মৃত ব্যক্তির স্ত্রী জানান স্নান করার সময় গোপাল কুরিয়া নদীর জলে ডুবে যায়। স্থানীয় এক ব্যক্তি ঘটনা প্রত্যক্ষ করে গোপাল কুরিয়াকে নদীর জল থেকে তুলে আনে। পরে এলাকার লোকজন মিলে তাকে নিয়ে যায় আইজিএম হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে দেন। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।