Friday, October 18, 2024
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্রের ৫ অস্ত্র প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে চীন

যুক্তরাষ্ট্রের ৫ অস্ত্র প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে চীন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌  ৮ জানুয়ারি: তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির জবাবে চীন যুক্তরাষ্ট্রের অস্ত্র তৈরির পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে বলে রোববার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র।তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে প্রায়ই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখলেও চীন দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে।তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে চীন। এমনকি চীনের সঙ্গে তাইওয়ানের ‘একত্রীকরণে’ সামরিক শক্তি খাটানোর হুমকিও দিয়েছে বেইজিং।তাইওয়ানে ১৩ জানুয়ারিতে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের আগে দিয়ে এই নিষেধাজ্ঞা আরোপ করছে চীন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় গতমাসে তাইওয়ানের ট্যাকটিক্যাল তথ্যব্যবস্থার সুরক্ষায় ৩০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

এক ‍বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “সাম্প্রতিক অস্ত্র বিক্রি মারাত্মকভাবে চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থ ক্ষুন্ন করেছে। তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ধ্বংস করেছে।”নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হবে যে সব কোম্পানি হচ্ছে- বিএই সিস্টেমস ল্যান্ড অ্যান্ড আর্মামেন্টস, অ্যালিঅ্যান্ট টেকসিস্টেমস অপারেশন, অ্যারো ভায়রনমেন্ট, ভায়স্যাট এবং ডাটা লিংক সল্যুশন।চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন এই কোম্পানিগুলোর সম্পদ জব্দ করবে এবং চীনের সংগঠন এবং মানুষকে সেগুলোর সঙ্গে লেনদেন নিষিদ্ধ করবে।চীনে যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনও সাড়া দেয়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য