Monday, December 23, 2024
বাড়িখেলাজিনিসকে বিদায় জানিয়ে দরিভালের দিকে তাকিয়ে ব্রাজিল

জিনিসকে বিদায় জানিয়ে দরিভালের দিকে তাকিয়ে ব্রাজিল

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌  ৬ জানুয়ারি: রেয়াল মাদ্রিদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির চুক্তি বাড়ানোর সঙ্গে ব্রাজিলের কোচের দায়িত্বে এই পরিবর্তনের সম্পর্ক খোঁজা যায় সহজেই। চলতি মৌসুম দিয়ে রেয়ালে মেয়াদ শেষে আনচেলত্তিকে ব্রাজিলের কোচ করা যাবে বলে অনেকটাই নিশ্চিত ছিল সিবিএফ। কিন্তু আনচেলত্তি সম্প্রতি দুই বছরের জন্য চুক্তি বাড়িয়েছেন স্প্যানিশ ক্লাবটিতে। এরপরই এলো ব্রাজিলের এই সিদ্ধান্ত। গত জুলাইয়ে জিনিসকে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেয় সিবিএফ। ক্লাব দল ফ্লুমিনেন্সের পাশাপাশিই জাতীয় দলের যৌথ দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। তার কোচিংয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ৬ ম্যাচের ৩টিতেই হেরেছে ব্রাজিল, ড্র করেছে ১টিতে।  সিবিএফ প্রেসিডেন্ট এদনাল্দো রদ্রিগেস বৃহস্পতিবার ফ্লুমিনেন্সের সভাপতির সঙ্গে কথা বলে জানান, ২০২৬ বিশ্বকাপের দিকে তাকিয়ে তারা জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদি কোচ খুঁজছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানানো হয় জিনিসকে অব্যাহতি দেওয়ার কথা।

 সিবিএফের একটি সূত্র রয়টার্সকে জানায়, জিনিসের কোচিংয়ে ব্রাজিলের পারফরম্যান্স প্রত্যাশিত না হওয়াতেই তাকে বিদায় জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে, দরিভাল জুনিয়রকেই কোচ করতে চায় সিবিএফ। “দরিভাল জুনিয়রের প্রতি আগ্রহের কথা জানিয়ে সিবিএফ প্রেসিডেন্ট এদনাল্দো এর মধ্যেই আলোচনা শুরু করেছেন সাও পাওলোর প্রেসিডেন্ট জুলিও কাসারেসের সঙ্গে। তিনি বলেছেন যে, সিবিএফ দ্রুতই দরিভালকে পেতে চায়, কারণ নতুন মৌসুম শুরু হয়ে যাচ্ছে। জুলিও জানিয়েছেন, তিনি দরিভালের সঙ্গে কথা বলবেন এবং সোমবারের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।” ৬১ বছর বয়সী দরিভাল ব্রাজিলে ক্লাব কোচিং করাচ্ছেন প্রায় ২২ বছর ধরে। তবে কখনও কোনো জাতীয় দলের দায়িত্ব পালন করেননি তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য