স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : সাত বছরের পুত্র সন্তানকে নিয়ে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রন করতে বের হয়ে দূর্ঘটনায় প্রাণ হারালো পুত্র সন্তান। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে শনিবার সাড়ে তিনটা বিলোনিয়া বড়পাথরী গর্জনিয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়।
বিলোনিয়া ভারত চন্দ্র ব্লকের উত্তর কলাবাড়িয়া গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা উত্তম পালের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান আগামী বুধবার। উত্তম পাল এই শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রনের জন্য সাত বছরের ছেলে জয়দীপকে নিয়ে বাড়ি থেকে বের হয়। নিমন্ত্রন সেরে বাইক চেপে বড়পাথরী গর্জনিয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় আসতেই একটি গাড়ীকে ওভার টেক করতে গিয়ে বিলোনিয়া দিক থেকে আসা জেলা শাসকের গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগে। এই ধাক্কায় বাইক চালক উত্তম পাল সহ বাইকের পেছনে বসা ছেলে জয়দীপ পাল ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে ছেলে জয়দীপ পালের মাথা থেতলে যায় ও উত্তম পাল গুরুত্বতর আহত হয়। সাথে সাথে দক্ষিণ জেলা শাসক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।