স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : শনিবার কৈলাশহরের লংলীরপার ১৭ নং ওয়ার্ডের বাসিন্দারা একত্রিত হয়ে পানীয় জলের দাবিতে কৈলাশহর সাইফন রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দীর্ঘ ১৪ দিন ধরে এলাকায় পানীয় জল সরবরাহ করা হচ্ছে না।
এই বিষয়ে এলাকাবাসীরা কৈলাশহর পুর পরিষদকে মৌখিক ভাবে জানিয়েছে। কিন্তু সমস্যার কোন সমাধান হয় নি। তাই একপ্রকার বাধ্য হয়ে এইদিন তারা সড়ক অবরোধে সামিল হয়েছেন। সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। শেষ পর্যন্ত আরক্ষা প্রশাসনের আশ্বাসে এলাকাবাসীরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়।