Sunday, December 22, 2024
বাড়িরাজ্য২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত করতে সংকল্প নেওয়া হয়েছে : মু্খ্যমন্ত্রী

২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত করতে সংকল্প নেওয়া হয়েছে : মু্খ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : শনিবার সূর্যমনি নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত করতে সংকল্প নেওয়া হয়েছে। মানুষকে কিভাবে আত্মনির্ভর করে তোলা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী মার্গ দর্শনে যেভাবে দেশ চলছে সেইভাবে ত্রিপুরা রাজ্য এগিয়ে চলেছে।

আরো বলেন, প্রধানমন্ত্রী দেশে মানুষের জন্য চিন্তাভাবনা করার প্রতিফলন হল তিন রাজ্যের ফলাফলে বিজেপি-র জয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের মধ্যে মহিলাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে দেখে প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান তুলেছেন। মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। বিশেষ করে চাকরি ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে মহিলাদের জন্য। যাতে মহিলারা অগ্রসর হতে পারে। তারা অগ্রসর হলেই দেশ এবং রাজ্য অগ্রসর হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সব সময় দেশের মানুষের কথা চিন্তা করেন। করোনা অতিমানের সময় দেশের মানুষের জন্য বিনামূল্যে চালের ব্যবস্থা করেছেন। যাতে কেউ না খেয়ে মরতে না হয়। আরো পাঁচ বছর বিনামূল্যে চাল প্রদান করার ঘোষণা করেছেন। সুশাসন ০.২ এবং বিকশিত সংকল্প যাত্রার মাধ্যমে মানুষের মধ্যে সঠিকভাবে সুযোগ-সুবিধা করছে দিতে চাইছে সরকার। এগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের জন্য সম্ভব হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য