স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : স্বামীর হাতে ওষুধ খেয়ে স্ত্রীর রহস্যজনক মৃত্যু। ঘটনা সিধাই থানার অন্তর্গত মতায় পাড়ায়। জানা যায়, সায়মা দেববর্মার পেট ব্যথা অনুভব করায় তার স্বামী অমিত দেববর্মা স্ত্রীকে ওষুধ পান করায়। তারপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সায়মা।
তার বাপের বাড়ির লোকজনের সন্দেহ হয়তো তাদের মেয়েকে ওষুধের বদলে অন্যকিছু খাওয়ানো হয়েছে। সায়মা ও অমিতের ২ বছরের এক সন্তান আছে। প্রতিদিন স্বামীর হাতে নির্যাতনের শিকার হতেন বধূ বলে অভিযোগ।