স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : রাজধানীর জিবি বাজার স্থিত রামকৃষ্ণ ক্লাব শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। রবিবার শ্যামা মায়ের আরাধনা উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার।
তিনি রক্তদান শিবিরের উদ্বোধন করে বলেন রাজ্যের সংস্কৃতি এবং পরম্পরা বজায় রাখতে এ ধরনের শ্যামা পূজার আয়োজনে ব্রতী হওয়া অত্যন্ত প্রশংসনীয়। রাজ্যে শান্তির পরিবেশ রয়েছে। সকলে উৎসবে মেতে উঠছে। এবং মানুষের মধ্যে যে আনন্দ উৎসাহ রয়েছে সেটা যাতে আগামী দিনে বজায় থাকে তার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি দীপাবলি উপলক্ষে সকলের প্রতি শুভেচ্ছা জানান মেয়র। আয়োজিত শ্যামা মায়ের আরাধনায় উপস্থিত ছিলেন এছাড়াও স্থানীয় কাউন্সিলর, ক্লাবের সভাপতি ও সম্পাদক সহ অন্যান্যরা।