স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : আদালত চত্বরে মারপিটের ঘটনায় মৃত্যু মুহুরী অমিত আচার্জী হত্যাকান্ডে অবশেষে গ্রেপ্তার এক আইনজীবী। রবিবার নিজ বাড়ির সন্নিকটে আটক অন্যতম অভিযুক্ত আইনজীবী গোপাল সিং। সোমবার আদালতে সোপর্দ করবে পুলিশ। জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে আদালত চত্বরে মারপিটে জড়ায় মুহুরী ও আইনজীবী।
অভিযোগ দুইজন আইনজীবী ও তিনজন মুহুরী মিলে ব্যাপক মারধোর করে আদালতে লাইসেন্সপ্রাপ্ত মুহুরী অমিত আচার্জীকে। জেলা আদালতে তার উপর প্রানঘাতী আক্রমণ চালানো হয়। গত ৫ সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটে। মারপিটের জেরে গুরুতর আহত হয় মুহুরী অমিত আচার্জীর। তাঁকে ভর্তি করানো হয় জিবি হাসপাতালে। ৭ দিন পর ১২ সেপ্টেম্বর বহিঃরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর ভোরে মৃত্যু হয় আক্রান্ত মুহুরী অমিত আচার্জীর।
২৩ সেপ্টেম্বর এই ঘটনা নিয়ে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করে মৃত অমিত আচার্জীর পিতা দিলিপ আচার্জী। পিতার অভিযোগ আদালতের সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখলে গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। পুলিশ মামলা নিয়ে মামলা শ্লথ করছে। এদিকে এই ঘটনায় জড়িত ৫ জন গা ঢাকা দেয়। অবশেষে রবিবার পুলিশের কাছে খবর আসে অন্যতম অভিযুক্ত আইনজীবী গোপাল সিং – কে তার বাড়ির আশেপাশে দেখা গেছে। সেই মোতাবেক পুলিশ অভিযান চালিয়ে আইনজীবী গোপাল সিং-কে গ্রেপ্তার করে। পুলিশ জানায় বাকী অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে সমস্ত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। বাকীরা সহসাই ধরা পড়বে। মৃত মুহুরী অমিত আচার্জীর পিতা ন্যায় বিচারের অপেক্ষায় প্রশাসনিক ক্ষস্তক্ষেপ দাবী করেন। সোমবার গ্রেপ্তার আইনজীবী গোপাল সিং-কে আদালতে সোপর্দ করবে পুলিশ।