স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : ট্রাফিক প্রশাসনের উদাসীনতায় উড়ালপুলে আবারো অস্বাভাবিক গতির গাড়ি দুর্ঘটনায় পড়ল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল গাড়িটি। তবে এই দুর্ঘটনার সময় গাড়িটিতে ছিলেন মোট পাঁচজন যাত্রী। অল্প বিস্তর আহত হয়েছেন সকলেই। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের এর আগে উড়াল পুলে দুটি বাইককে ধাক্কা মারে গাড়িটি।
জানা যায় শনিবার রাতে অস্বাভাবিক গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা গ্রস্ত হয় AS 01 DH 0667 নাম্বারের গাড়ি। ঘটনা মিলনচক্র টিভি টাওয়ার সংলগ্ন এলাকায়। জানা যায় উড়ালপুল থেকে হাপানিয়া দিকে যাওয়ার পথে দ্রুত গতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর উড়ালপুলে দুটি বাইকে ধাক্কা মারে। অন্যান্য বাইক আরোহীরা পিছু করলে ধাওয়া খেয়ে মিলনচক্র টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রোড ডিভাইডার ভেঙ্গে অপর পাশে চলে যায়। সেই সময় গাড়িটিতে পরিবার সহ মোট পাঁচ জন যাত্রী ছিল।
স্থানীয়রা শব্দ শুনে ছুটে এসে গাড়িটিকে আটক করে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা আহতদের জিবি হাসপাতালে নিয়ে যায়। তবে রাতের বেলা উড়ালপুলে গাড়ির কোন ধরনের নিয়ন্ত্রণ থাকেনা বলাই চলে। প্রতিনিয়ত এভাবে যান দুর্ঘটনায় সংঘটিত হলেও কোন ধরনের কঠোর পদক্ষেপ নেই ট্রাফিক প্রশাসনের। পশ্চিম জেলা পুলিশ সুপারের পর ট্রাফিক দায়িত্ব পেয়ে একপ্রকার ভাবে শীততাপ কক্ষে বসে এবং লাল বাতির গাড়ি দিয়ে বাবু হয়ে পড়েছেন আধিকারিক বাবু। দুর্গাপূজার আগে থেকে বেশ কয়েকটি দুর্ঘটনা উড়ালপুলে সংঘটিত হলেও উনার শরীরের অলসতা কাঁটছে না বলেই মনে করছে সচেতন মহল। যার ফলে দুর্ঘটনায় বলি হচ্ছে, আবার কেউ পরিবারের কাছে পঙ্গু হয়ে বোঝা হয়ে থাকছে। যার কারণে এখন উড়াল পুলে সচেতন মানুষ গাড়ি চালাতে ভয় পাচ্ছে।