স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : ১০ নভেম্বর জাতীয় আয়ুর্বেদিক দিবসকে সামনে রেখে রান ফর আয়ুর্বেদা অনুষ্ঠিত হয় আগরতলা শহরে। রবিবার রাজ্য আয়ুশ মিশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনি স্থিত আয়ুর্বেদিক হাসপাতালে সামনে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের ডাইরেক্টর ডি কে চাকমা সহ বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। জাতীয় স্বাস্থ্য মিশনের ডাইরেক্টর ডি কে চাকমা বলেন, রাজ্যের মানুষ যাতে এলোপ্যাথিক চিকিৎসার উপর গুরুত্ব না দিয়ে আয়ুর্বেদিক চিকিৎসার উপর ও বিশেষ গুরুত্ব দেয়। অতীতকালে মানুষ আয়ুর্বেদিক ওষুধ খেয়ে রোগ থেকে মুক্তি লাভ করে দীর্ঘদিন সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকত। তাই আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা নিয়ে সুস্থ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। আরো বলেন, আগামী দিনে এই চিকিৎসা পরিষেবার প্রসার ঘটানোর জন্য সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন।