Friday, October 18, 2024
বাড়িরাজ্যজল দূষিত হয়ে বহু মাছের পোনার মৃত্যু

জল দূষিত হয়ে বহু মাছের পোনার মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : প্রতিমা নিরঞ্জনের পর পুকুরের জল দূষিত হয়ে বহু মাছের পোনার মৃত্যু হয়। ঘটনার বিবরণে জানা যায়,রাজধানীর সেন্ট্রাল রোড শিব বাড়ি স্থিত সরকারী জলাশয়টি মাছে চাষ ও রক্ষনাবেক্ষনের জন্য সদর মহকুমা শাসকের কাছ থেকে লিজে নেন কিশোর কান্তি সাহা। শুরু করেন মাছ চাষ। সেই মোতাবেক পুকুরে ফেলা হয় মাছের পোনা।

পুকুরের জলে নোংরা- আবর্জনা না ফেলতে অনুরোধ করা হয়েছিল এলাকাবাসীকে। কিন্তু নিয়ম অমান্য করে গত শুক্রবার লিজ নেওয়া পুকুরের জলে প্রতিমা নিরঞ্জন করা হয়। ফেলা বেশ কিছু অন্যান্য মূর্তি। আর এই আবর্জনা ও প্রতিমা নিরঞ্জন করায় দূষিত হয় পুকুরের জল। বিষক্রিয়ায় মৃত্যু হয় মাছের পোনার। রবিবার এই অভিযোগ করেন কিশোর কান্তি সাহা। তিনি জানান তার ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। প্রশাসন থেকে পুকুরের জলে কিছু না ফেলার নিষেধাজ্ঞা থাকার পরেও একদল স্বার্থান্বেষী এই কান্ড ঘটিয়ে চলেছেন। বিষয়টি মহকুমা প্রশাসনের নজরে নিয়ে অভিযোগ জানাবেন। এখন দেখার বিষয় মহকুমার প্রশাসন থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য