স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : প্রাতঃ ভ্রমণে বের হয়ে রেলের ধাক্কায় প্রাণ হারালো এক প্রবীণ। ঘটনাটি সংগঠিত হয় আগরতলা প্রতাপগড় রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি প্রাতঃ ভ্রমণে বের হয়েছিলেন। সে সময় রেলের ধাক্কায় দ্রুত আহত হয়।
স্থানীয়রা প্রত্যক্ষ করে সাথে সাথে খবর দেয় দমকল কর্মীদের। দমকলকর্মীরা উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১ টার নাগাদ মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি। মৃত ব্যক্তির নাম রাখাল সূত্রধর। বাড়ি রাজধানীর প্রতাপগড় এলাকায়। শারীরিকভাবে দুর্বল ছিল বলে পরিবারের লোকজনদের কাছ থেকে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারের লোকজনদের মধ্যে।