Sunday, December 22, 2024
বাড়িরাজ্যবকেয়া রেগা মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শ্রমিকদের

বকেয়া রেগা মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শ্রমিকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : রাত পোহালেই সার্বজনীন দুর্গাপূজা। দুর্গাপূজা আগে বিভিন্ন ব্লক এলাকায় রেগার কাজ দেখিয়ে বাহবা কুড়াতে চেয়েছিল সরকার। কিন্তু দুর্গাপূজার আগে মিটিয়ে দিতে পারছে না শ্রমিকদের বকেয়া টাকা। অবশেষে পঞ্চমীর দিন পাওনা মজুরির দাবিতে ব্লক অফিসে তালা ঝুলালো রেগা শ্রমিকরা। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু আর ডি ব্লকের।

তালাবন্দি হয়ে পড়ে ব্লক আধিকারিক সহ অন্যান্য ব্লক কর্মচারীরা। রেগা শ্রমিকদের বক্তব্য পুজো এসে গেলেও তাদের বকেয়া রেগার মজুরি এখনও মিটিয়ে দেওয়া হয়নি। পঞ্চায়েত অফিসে গিয়ে জিজ্ঞাসা করলেই সচিব মশাই বিডিও সাহেবকে দেখিয়ে দিয়ে টালবাহানা বাহানা করেন। তাই বাধ্য হয়ে মনু ব্লক অফিস খোলার সাথে সাথেই ময়নামা, জামিরছড়া, উওর ধূমাছড়া সহ বিভিন্ন ভিলেজের রেগা শ্রমিকরা একত্রিত হয়ে ব্লকের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। বকেয়া রেগা মজুরি  মিটিয়ে না দিলে ব্লকের তালা খোলা হবে না বলে জানিয়েছেন বিক্ষুব্ধ রেগা শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ বহুবার তারা ব্লকে এসে টাকা কেন একাউন্টে ঢুকেনি সে বিষয়ে জানতে চায়, তখন ব্লক কর্তৃপক্ষ তাদের বলে দেন টাকা নাকি একাউন্টে ঢুকে গেছে। কিন্তু পরবর্তী সময় তারা ব্যাংকে গিয়ে দেখেন বহুদিনের জায়গা মজুরি তাদের একাউন্টে ঢুকেনি। তাই অতিষ্ঠ হয়ে ব্লকে তালা ঝুলিয়ে দিয়েছে বলে জানান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মনু থানার পুলিশ। বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য