Monday, December 4, 2023
বাড়িরাজ্যবিভিন্ন দাবিতে পথ অবরোধ গন্ডাছড়ায়

বিভিন্ন দাবিতে পথ অবরোধ গন্ডাছড়ায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর :  রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা সহ একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে গন্ডাছড়ায় সড়ক অবরোধে সামিল হয় ভগীরথ, পুরান দলপতি, হাতিমাথা, কর্ণ কিশোর সহ ১১টি পাড়ার লোকজন। এইদিন নিজ গ্রাম ছেড়ে গন্ডাছড়ার ডাকবাংলো চৌমনীতে গন্ডাছড়া-আমবাসা এবং গন্ডাছড়া-অমরপুর সড়ক অবরোধ করে সড়ক অবরোধকারীরা। সড়ক অবরোধ কারীরা জানান ১১ টি পাড়ায় দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে রয়েছে। পাড়ায় নেই ভালো রাস্তাঘাট, নেই বিদ্যুতের সুবিধা।

যার ফলে পানীয় জলের উৎস গুলি বিকল হয়ে রয়েছে। শুধু তাই নয় শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে রয়েছে। বিশেষ করে গত দুই থেকে তিন বছর ধরে জনজাতি এলাকা গুলিতে উন্নয়ন মূলক কাজ স্তব্ধ হয়ে রয়েছে। তাই বাধ্য হয়ে এইদিন তারা সড়ক অবরোধে সামিল হয়েছে। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গন্ডাছড়া মহকুমার ডি সি এম সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। আধিকারিকরা সড়ক অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় আলোচনার পর তাদের দাবি গুলি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তারপর সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়। এইদিন সড়ক অবরোধের ফলে রাস্তার উভয় পাশে আটকে পরে বহু ছোটবড় যানবাহন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য