স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : সিপাহীজলা অভয়ারণ্যের সরকারি আবাসন বন দপ্তরের এক কর্মীর মৃত্যু। ঘটনাটি ঘটে রবিবার রাতে। ঘটনার বিবরণে জানা যায় সিপাহিজলা চিড়িয়াখানায় কর্মরত শিবু চন্দ কয়েক বছর ধরে চিড়িয়াখানায় ফরেষ্ট গার্ড হিসাবে কর্মরত ছিলেন। রবিবার রাতে আচমকা তিনি কোয়ার্টারে অনান্য সহকর্মীদের সামনে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে সহকর্মীরা তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সিবু চন্দকে মৃত বলে ঘোষণা করে দেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান মৃত ব্যক্তির পরিবারের লোকজন ও সহকর্মীদের কাছ থেকে জানতে পেরেছেন সিবু চন্দর হার্টে সমস্যা ছিল। ইতিপূর্বে তিনি বাইপাস সার্জারি করিয়েছেন। রবিবার রাতে তিনি মদ্যপান করেছিলেন। ধারনা করা হচ্ছে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। জানা যায় মৃত শিবু চন্দ বাড়ি উদয়পুরে। তিনি পরিবারের সকলকে নিয়ে আগরতলায় থাকতেন।