স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট : রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেসের তপশিলি সংগঠনের এক পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্যে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, সংগঠনকে ঢেলে সাজাতে আজকের এই পর্যালোচনা মূলক বৈঠক করা হয়েছে।
তিনি এদিন সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বর্তমান সরকারের আমলে তপশিলি অংশের মানুষ বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছে। শূন্য পদ করে থাকার পরেও সরকার বেকার যুবকদের বিভিন্ন দপ্তরের নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করছে না। এছাড়াও বিভিন্নভাবে তপশিলি অংশের মানুষকে বঞ্চনা করছে এই সরকার। তাই আজকের পর্যালোচনা বৈঠক থেকে রূপরেখা তৈরি করে সরকারের কাছে দাবি জানাতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজিত পর্যালোচনা মূলক বৈঠক থেকে তিনি আরো বলেন রাজনৈতিকভাবে শাসক দল বিজেপিকে প্রতিদ্বন্দ্বিতা করা কংগ্রেসের জন্য চ্যালেঞ্জ। আর এই লড়াইয়ে সফল হবে কংগ্রেস। এবং আগামী দিনে বিজেপিকে পরাজিত করতে এখন থেকে প্রস্তুত হতে হবে বলে জানান আশীষ কুমার সাহা।