স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : গত কয়েকবছর ধরে জোলাইবাড়ি-বিলোনিয়া সড়কটি নির্মাণের কাজ চলছে। বহিঃরাজ্যের একটি সংস্থা এই রাস্তা নির্মাণের কাজ করছে। নির্মাণ কাজ চলছে কচ্ছ গতিতে। যার কারনে বছরের পর বছর ধরে ভগান্তির শিকার হতে হচ্ছে যান চালক থেকে শুরু করে সাধারন মানুষকে। এই রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে একাধিক অভিযোগ উঠেছে। বেশ কয়েকবার সড়কও অবরোধ হয়েছে। রাস্তা নির্মাণ করা হলেও রাস্তার এক পাস থেকে অপর পাশে জল নিষ্কাশনের জন্য কোন ধরনের ব্যবস্থা করা হয় নি।
ফলে রাস্তার দুই পাশে বসবাসকারি বাসিন্দারা ক্ষতির সন্মুখিন। জোলাইবাড়ি-বিলোনিয়া সড়কের মাঝে রয়েছে দক্ষিন সোনাইছড়ি এলাকা। এই দক্ষিন সোনাইছড়ি এলাকায় রাস্তা নির্মাণ করা হলেও রাস্তার এক পাস থেকে অপর পাশে জল নিষ্কাশনের জন্য কোন ব্যবস্থা রাখা হয় নি। ফলে জল জমে ব্যাপক ক্ষতির শিকার এলাকার ২০ থেকে ২৫ জন কৃষক। বারে বারে জেলা প্রশাসনকে এই বিষয়ে অবগত করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা এইদিন সকাল থেকে সড়ক অবরোধে সামিল হন। ক্ষতিগ্রস্ত এক কৃষক জানান রাস্তা নির্মাণের ফলে জল জমে তাদের কৃষি ক্ষেতের ব্যাপক খতি হয়েছে। পুকুর ভেসে গেছে। বাড়ি ঘরে জল ঢুকে গেছে। তাই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছেন।সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। পুলিশ সড়ক অবরোধকারিদের সাথে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করতে বাধ্য হয়। পরবর্তী সময় বিলোনিয়া থেকে ঘটনাস্থলে ছুটে যান ডিসিএম সুকান্ত দে জানান ৮ দিন পূর্বে জল জমার বিষয়ে তিনি অভিযোগ পেয়েছিলেন। তারপর তিনি রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার আধিকারিকদের সাথে কথা বলেন। সংস্থার আধিকারিকরা কথা দিয়েছিল জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেবে। কিন্তু কি কারনে তারা কাজটি করে নি, তা তিনি জানেন না। তবে এইদিন সংস্থার ম্যানেজারের সাথে কথা বলা হয়েছে, সোমবারের মধ্যে তারা জল নিষ্কাশনের জন্য ড্রেইন নির্মাণের কাজ শুরু করবে বলে আশ্বাস দিয়েছে। এই আশ্বাসের ভিত্তিতে সড়ক অবরোধকারিরা সড়ক অবরোধ মুক্ত করে দিয়েছে। জোলাইবাড়ি-বিলোনিয়া সড়ক নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে প্রথম থেকে একাধিক অভিযোগ উঠে। কিন্তু তারা কোন ধরনের অভিযোগে কর্ণপাত করতে না রাজ। প্রথম থেকে স্থানিয়দের সাথে কথা বলে রাস্তা নির্মাণ করলে বর্তমানে যে সকল সমস্যা গুলি সামনে আসতে শুরু করেছে সেই সকল সমস্যা গুলি সৃষ্টি হত না। রাস্তা নির্মাণ করা হয় মানুষের সুবিধার জন্য। কিন্তু নির্মাণ সংস্থার খামখেয়ালিপনার ফলে এই রাস্তা বর্তমানে মানুষের অসুবিধার কারন হয়ে দারিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।