স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : টি.টি.এ.এ.ডি.সি-র উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন কেপ্টেইন জি.এস রাঠে। শুক্রবার তিনি টি.টি.এ.এ.ডি.সি-র সি.ই.ও সি.কে জমাতিয়ার হাতে নিজের পদত্যাগ পত্র তুলে দেন। ব্যক্তিগত কারন দেখিয়ে টি.টি.এ.এ.ডি.সি-র উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন কেপ্টেইন জি.এস রাঠে।
পদত্যাগ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান স্বপ্ন দেখিয়ে তিনি চলে গেছেন এমনটা ভাবার কোন কারন নেই। তিনি যে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন তিনি পূরণ করবেন। টি.টি.এ.এ.ডি.সি এলাকার বাসিন্দাদের কিছু না কিছু তিনি দিয়ে যাবেন বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান তিনি ব্যক্তিগত ভাবে টি.টি.এ.এ.ডি.সি এলাকার উন্নয়নের জন্য ১১০০ কোটি টাকার প্রকল্প নিয়ে এসেছিলেন। তবে কেন তিনি পদত্যাগ করলেন সেই বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান। তবে গুঞ্জন চলছে চাপে পরে তিনি নিজের পদ থেকে পদত্যাগ করেছেন। হয়তো আগামিদিনে প্রকাশ্যে আসবে ঠিক কেন তিনি পদত্যাগ করেছেন।