স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : অসাধু ব্যবসায়ীদের কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং কাঁচামালের মূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। খাবারের দোকান গুলোর মধ্যে মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী দেদার বিক্রি করে চলেছে। তাই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রির বিরুদ্ধে নিয়মিত চলছে অভিযান।
বৃহস্পতিবার সদর মহকুমা ও খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালান বড়জলা থেকে নতুননগর বাজার পর্যন্ত। বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে তারা মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত যেমন করেন তেমনি পাওয়া যায় রেশনের চালও। এছাড়া একটি রেস্টুরেন্ট থেকে উদ্ধার হয় ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। তিনজন দোকানিকে নোটিশ করা হয়েছে বলে জানান খাদ্য দপ্তরের এক আধিকারিক। প্রতিনিয়ত এ ধরণের অভিযান জারি থাকবে সদর মহকুমা প্রশাসনের। তবে এই ধরনের অভিযান আগামী দিন কতটা অব্যাহত থাকবে সেটাই এখন দেখার বিষয়।