Monday, May 19, 2025
বাড়িরাজ্যরেডিও থেরাপি পরিষেবার মুখ থুবড়ে পড়েছে ক্যান্সার হাসপাতালে

রেডিও থেরাপি পরিষেবার মুখ থুবড়ে পড়েছে ক্যান্সার হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মান তল্লানিতে গিয়ে ঠেকেছে। এই হাসপাতালের পরিষেবা নিয়ে ধারাবাহিকভাবে অভিযোগ তোলার পরেও স্বাস্থ্য দপ্তরের কুম্ভ নিদ্রা ভাঙছে না। বৃহস্পতিবার অভিযোগ উঠে হাসপাতালের রেডিও থেরাপি মেশিনটি নষ্ট হয়ে আছে। গত কয়েক সপ্তাহ ধরে রোগীকে রেডিয়েশন থেরাপি দিতে হাসপাতাল নিয়ে গেলে কখনো ছিটেফোঁটা পরিষেবা মিলছে, আবার কখনো তাও মিলছে না। গত তিনদিন ধরে সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে রেডিয়েশন থেরাপি বলে অভিযোগ।

 অতি তাপ প্রবাহের মধ্যে ধর্মনগর, কুমারঘাট, কৈলাশহর, সাব্রুম, বিলোনিয়া থেকে রেল এবং বাসে করে ক্যান্সার হাসপাতালে এসে অসুস্থ রোগীদের নিয়ে রোগীর পরিবারের সদস্যদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একটাই উত্তর মিলছে মেশিন নষ্ট। তিন দিন ধরে ইঞ্জিনিয়ার বাবু মাথার ঘাম পায়ে ফেলল মেরামত করতে পারছেন না রেডিও থেরাপি মেশিন। অসহায় রোগীর পরিবারদের অভিযোগ গত কয়েক মাস ধরে এই ধরনের পরিষেবা মিলছে হাসপাতালে। এক মহিলা জানান, তার রোগীর তিন সপ্তাহে ১৫ টি রেডিয়েশন নেওয়ার কথা থাকলেও মেশিন নষ্ট থাকার কারণে মাত্র সাতটি রেডিয়েশন নিতে পেরেছে। যার ফলে রোগীকে রে দেওয়া যাচ্ছে না। দিন দিন রোগীর অবস্থা সংকটজনক হয়ে পড়ছে। কিছু বুঝে উঠতে না পেরে হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বললে তারা দুব্যবহার ছাড়া আর কিছুই মিলছে না। কিন্তু রুটিন অনুযায়ী একজন ক্যান্সার রোগীকে সপ্তাহে পাঁচটি রেডিও থেরাপি দেওয়ার কথা, সেখানে মিলছে মাত্র দুটি রেডিও থেরাপি। আর এ বিষয়ে হাসপাতালের এমএস শিরমনি দেববর্মা থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা পর্যন্ত অবহিত থাকলেও এখন পর্যন্ত তাদের কোন তৎপরতা নেই বলে অভিযোগ। বহু রোগীর পরিবার ভাবছে আগামী দুদিন পরিস্থিতি দেখে না হলে রোগীকে নিয়ে অন্য রাজ্যে চলে যাবে। নাহলে রোগীকে বাঁচানোর কষ্ট হয়ে পড়বে। কিন্তু বহু রোগী রয়েছে বাংলাদেশ থেকে এসেছেন। তারাও এধরনের পরিষেবা দেখে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। হাসপাতালে কান পাতলে শোনা যায় কোটি কোটি টাকা ব্যয় করে হাসপাতালে আনা মেশিন গুলিও যত্নে র অভাবে প্রায়ই নষ্ট থাকছে। পরিষেবা নিতে পারছে না রোগীরা। রাজ্যের একমাত্র ভরসা এই ক্যান্সার হাসপাতালের পরিষেবার নগ্ন চিত্রের জন্য দায়ী হাসপাতালে এন এস শিরমনি দেববর্মা এবং স্বাস্থ্য দপ্তরে আধিকারিকেরা বলে মনে করছে রোগীর পরিজনেরা। ঢাক ঢোল পিটিয়ে মন্ত্রীরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের বক্তব্য মঞ্চ থেকে তুলে ধরল বাস্তবে যে কতটা দুর্ভোগের শিকার হচ্ছে রোগীর পরিজন সেটা হাসপাতাল না গেলে ফুটে উঠে না। কাণ্ডজ্ঞানহীন ভাবে চলছে পরিষেবা। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রতন চক্রবর্তী এ বিষয়ে অবগত থাকলে কোন ভূমিকা নিচ্ছেন না তিনি। কিন্তু আবার রাজ্য সরকার পবিত্র বিধানসভার মধ্যে বিরোধীদের অভিযোগের পর এই হাসপাতাল নিয়েই গর্ববোধ করেছেন। সপ্তাহ না গড়াতেই সরকারের গর্বের পরিষেবা বৃহস্পতিবার ক্যামেরা বন্দী হলো সাংবাদিকের। এখন দেখায় সেই ক্যামেরা বন্দি অভিযোগ শুনে সরকার এবং তার দপ্তরের শীর্ষ অধিকর্তারা নড়েচড়ে বসে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!