স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : বৃহস্পতিবার খোয়াই জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, এসি কল্যাণ দপ্তর ও মৎস্য দপ্তরের খোয়াইজ জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে সকল কাজ চলছে সেই গুলি কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে এইদিনের বৈঠকে আলোচনা হবে। একই সাথে মৎস দপ্তরের অধিন বিভিন্ন প্রকল্প গুলির বিষয় নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি এসসি কল্যাণ দপ্তরের মাধ্যমে সাধারন মানুষকে কি কি সুবিধা প্রদান করা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করা হবে। মাছ, মাংস, দুধ যেন চাহিদা অনুযায়ী উৎপাদন করা যায়, সেই লক্ষ্যে আগামিদিনে দপ্তর কাজ করবে বলে জানান তিনি।