Tuesday, September 17, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎ নিগমের পর্যালোচনা বৈঠক

বিদ্যুৎ নিগমের পর্যালোচনা বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল। নিতী আয়োগের রিপোর্ট অনুযায়ী রাজ্য বিদ্যুৎ নিগম এবং দপ্তর পেয়েছে ৮৩ নম্বর। এই ক্ষেত্রে আরোও ১৭ যোগ করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে হবে কর্মচারীদের। নীতী আয়োগের রিপোর্ট  অনুযায়ী অন্ধ্রপ্রদেশ পেয়েছে ১০০ নম্বর। উৎপাদন ও ব্যয় বৃদ্ধিতে ৯৯ নম্বর পেয়ে প্রথম ত্রিপুরা। আত্মতুষ্টির কোন জায়গা নেই।

বৃহস্পতিবার বিদ্যুৎ নিগমের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রজ্ঞাভবনে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকের পৌরহিত্য করে বলেন মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রীজেশ পান্ডে, বিদ্যুৎ নিগমের এমডি দেবাশিস সরকার সহ অন্যান্যরা। রাজ্যের বিভিন্ন স্থান থেকে আধিকারিকেরা এই পর্যালোচনা বৈঠকে অংশ নেন। উপর থেকে নীচ পর্যন্ত সকলকে একত্রিত হয়ে এই সফলতা আনতে হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। এপ্রিল  থেকে জুন মাস পর্যন্ত কোন ইঞ্জিনিয়ার তার ষ্টেশন ছাড়তে পারবে না। কারন এই সময়ে ঝড়ে বৃষ্টির প্রকোপ বেশি থাকে। তাই পরিষেবা স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। কর্মচারীদের স্বার্থ প্রধান্য দিয়ে বিবেচনা করবে সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য