Monday, May 26, 2025
বাড়িখেলাবিশাল জয়ে স্কালোনি দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ

বিশাল জয়ে স্কালোনি দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৬ মার্চ: কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা জেতার পরই বোঝা গিয়েছিল পুরস্কারটি লিওনেল স্কালোনির হাতে ওঠার সম্ভাবনাই বেশি। সেটাই হলো, তবে ভোটের পার্থক্যটা আপনাকে চমকে দিতে পারে। দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ হওয়ার পথে স্কালোনি পেয়েছেন ১০৭ ভোট। ভোটাভুটিতে আর্জেন্টিনা জাতীয় দলের এই কোচের সঙ্গে দ্বিতীয় সেরা কোচের পার্থক্য ৭২ ভোটের।

দ্বিতীয় হয়েছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা। গতবার পুরস্কারটি ফেরেইরারই জিতেছিলেন। কিন্তু স্কালোনির এ বছর প্রতিদ্বন্দ্বী ছিলেন না। ২০২২ সালে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ‘ফিনালিসিমা’ জয়ের পর বিশ্বকাপও জিতেছেন লিওনেল মেসি–আনহেল দি মারিয়াদের কোচ। কাল বর্ষসেরা কোচের ভোটাভুটির ফল জানিয়েছে উরুগুয়ের সংবাদমাধ্যম ‘এল পাইস’।  স্কালোনির নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরেইরা পেয়েছেন ৩৫ ভোট। গত মাসে ফিফার বর্ষসেরা ‘বেস্ট মেনস কোচ অব দ্য ইয়ার’ পুরস্কারও জিতেছেন স্কালোনি। যেদিন ফিফার পুরস্কারটি জিতলেন, সেদিনই স্কালোনির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সব মিলিয়ে দারুণ সময়ই কাটছে স্কালোনির।

দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের এই পুরস্কার ১৯৮৬ সাল থেকে দিয়ে আসছে ‘এল পাইস।’ এই মহাদেশের ক্লাব ফুটবল ও জাতীয় দলের কোচদের মধ্য থেকে সেরা বেছে নেওয়া হয়। ফেরেইরা তাই পর্তুগিজ হলেও ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলে কাজ করায় প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। গত বছর পালমেইরাসকে জিতিয়েছেন ব্রাজিলিয়ান লিগ।আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, মোট ২১৮ জন সংবাদকর্মী এই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। ২৮ ভোট পেয়ে তৃতীয় ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে গত বছর কোপা লিবার্তোদোরেস জেতানো কোচ দরিভাল জুনিয়র।এ নিয়ে মোট ৩৭ বারের মধ্যে ২১ বারই দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার কেউ। মোট ১২ জন আর্জেন্টাইন কোচ এ পুরস্কার জিতেছেন। সর্বোচ্চ পাঁচবার এ মহাদেশের বর্ষসেরা কোচ হয়েছেন আর্জেন্টাইন কার্লোস বিয়াঞ্চি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!