Sunday, May 18, 2025
বাড়িজাতীয়এবার প্যারিস-দিল্লি বিমানে প্রস্রাব-কাণ্ডে এয়ার ইন্ডিয়াকে ১০ লাখ টাকা জরিমানা

এবার প্যারিস-দিল্লি বিমানে প্রস্রাব-কাণ্ডে এয়ার ইন্ডিয়াকে ১০ লাখ টাকা জরিমানা



নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : ফের প্রস্রাব-কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে । এবার দিল্লি-প্যারিস বিমানে প্রস্রাব-কান্ডে এয়ার ইন্ডিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করল ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিগিসিএ)।

পর পর প্রস্রাবকাণ্ডে জেরবার এয়ার ইন্ডিয়া। নিউ ইয়র্ক থেক দিল্লি বিমানে শঙ্কর মিশ্রের বিরুদ্ধে প্রস্রাবকাণ্ডের অভিযোগের ঘটনার পর এবার প্যারিস থেকে নয়া দিল্লিগামী বিমানে প্রস্রাবের ঘটনায় নতুন করে জরিমানার মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। প্যারিস থেকে নয়া দিল্লিগামী বিমানে শুধু ওই প্রস্রাবকাণ্ডই ঘটেনি, অভিযোগ ছিল সেই বিমানের বাথরুমে এক যাত্রী ধূমপানও করেছেন। তবে আপাতত প্রস্রাব কাণ্ডের জেরে জরিমানা ঘোষণা করেছে এয়ারইন্ডিয়া। জানা গিয়েছে, ওই প্রস্রাবকাণ্ডের পর কেন এয়ার ইন্ডিয়া পদক্ষেপ করেনি, সেই প্রশ্ন জানতে চেয়েছে ডিজিসিএ। কর্তব্যে গাফিলতির জন্য ১০ লাখ টাকা জরিমানা ঘোষণা করেছে ডিজিসিএ। এর আগেই এই ইস্যুটি ডিজিসিএর কাছে গিয়েছিল। সেই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় ডিজিসিএ। তারপরই এসেছে এই পদক্ষেপ।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৬ ডিসেম্বর প্যারিস-দিল্লিগামী টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলার ফাঁকা আসনে রাখা কম্বলের উপর প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু সেই ঘটনার কথা চেপে গিয়েছিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের ইন্টারন্যাল কমিটিকেও বিষয়টি জানাতে দেরি করেছিল এয়ার ইন্ডিয়া। গত বছর ২৬ নভেম্বর নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটে এক মহিলা সহ-যাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার বিমানে। সেই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত যাত্রী শঙ্কর মিশ্রকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি ৩০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাকে। সেই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বিমানে এটি দ্বিতীয় প্রস্রাব-কান্ডের ঘটনা। সংবাদমাধ্যমে আসার আগে পর্যন্ত এই ঘটনার বিষয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে জানানো হয়নি বলে অভিযোগ।অসামরিক বিমান পরিবহন মন্ত্রক-এর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া ‘৫ জানুয়ারি অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছ থেকে ঘটনার বিষয়ে রিপোর্ট চেয়েছিল। রিপোর্ট না চাওয়া পর্যন্ত বিমান সংস্থা ঘটনার বিষয়ে কিছু জানায়নি।’

পর পর ঘটনা ঘিরে বারবারই নেতিবাচক খাতায় নাম আসছে এয়ার ইন্ডিয়ার। নিউ ইয়র্ক দিল্লির বিমানের ঘটনা ঘিরে টাটা সনসের প্রধানের তরফেও আসে আক্ষেপের সুর। এরপরই নতুন করে প্যারিস-নয়া দিল্লি বিমানের ঘটনায় ইন্টারনাল কমিটির কাছে রিপোর্ট পাঠাতে দেরি করার অভিযোগে, পদক্ষেপের জেরে ১০ লাখ টাকার জরিমানা ঘোষণা করে ডিজিসিএ।-

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!