Sunday, December 22, 2024
বাড়িরাজ্যকংগ্রেস ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষতি প্রচার সজ্জা

কংগ্রেস ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষতি প্রচার সজ্জা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার কয়েক ঘন্টা আগেও রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ নেই। জামজুরির ঘটনার পর ৪৮ ঘণ্টার মধ্যে আবারো রাজনৈতিক সন্ত্রাসের বাতাবরণ উদয়পুরে। দুর্বৃত্তরা রাতের আঁধারে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে বলে অভিযোগ জেলা কংগ্রেস সভাপতি সহ কর্মী সমর্থকদের। ঘটনায় ক্ষতি হয়েছে কংগ্রেসের প্রচার সজ্জা। এ বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল জানান, কংগ্রেস ভবনে গত তিন দিন আগে জেলা কংগ্রেস নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করা হয়েছিল।

বুধবার রাতে আনুমানিক ১১ টা নাগাদ বিজেপির দুষ্কৃতিকারীরা কংগ্রেস ভবনের উপর নিক্ষেপ করে পেট্রোল বোমা। সাথে সাথে কংগ্রেস নেতৃত্ব প্রণজিৎ রায় পুলিশকে খবর দেয়। শাসক দলের এই ঘটনা দেখে উদয়পুরবাসী স্তম্বিত। এ ধরনের সন্ত্রাস উদয়পুরবাসী বিজেপি সরকারের আমলেই দেখেছে। আগে কখনো দেখেনি। ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে বলে জানান টিটন পাল। তিনি আরো বলেন এগুলি করে শাসক দল বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফিরতে পারবে না। তাদের জনগণ বিচ্ছিন্ন করতে শুরু করেছে। এবং তিনি দাবি জানান পুলিশ প্রশাসন যাতে অভিযুক্তদের চিহ্নিত করে আইনত কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।

এদিকে কংগ্রেসের কর্মী সমর্থকদের অভিযোগ, পেট্রোল বোমার জন্য ব্যবহৃত বোতলের মুখে বিজেপির পতাকা বাধা অবস্থায় পাওয়া যায়। পুলিশের কাছে দাবি জানানো হয়েছে যাতে সেই পেট্রোল বোমার জন্য ব্যবহৃত বোতল গুলি সাংবাদিকদের সামনে খুলে দেখানো হয়। কিন্তু পুলিশ এগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ এগুলি আড়াল করার চেষ্টা করছে। কখনো উদয়পুর জেলা কংগ্রেস ভবনে এ ধরনের আক্রমণ সংঘটিত হয়নি। কোন জায়গায় নিয়ে পৌঁছাচ্ছে ত্রিপুরা রাজ্যে আইনশৃঙ্খলা এ বিষয়ে প্রশ্ন তুলেন তিনি। আরো বলেন বিজেপি’র সৎ সাহস নেই। তাই তারা কাপুরুষের মতো রাতের আঁধারে আক্রমণ সংঘটিত করছে।

ঘটনা তদন্ত শুরু করা হচ্ছে বলে জানায় পুলিশ। কংগ্রেস কার্যকর্তাদের বক্তব্য যদি পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করে তাহলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। এদিকে জামজুরি মরা চৌমুহনি এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের ঘটনার বিষয়টি পরিদর্শন করে প্রত্যক্ষ করেন জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। ঘটনা তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহযোগিতা আশ্বাস দেন কংগ্রেস নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য