Friday, April 19, 2024
বাড়িখেলাউড়তে থাকা নাপোলিকে আটকাল ইন্টার মিলান

উড়তে থাকা নাপোলিকে আটকাল ইন্টার মিলান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ জানুয়ারি: ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকার উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়ে বুধবার নেমেছিল নাপোলি। জেকোর দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে প্রথম হারের তেতো স্বাদ পেল তারা।দারুণ পথচলা হারের হতাশায় থামলেও ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ঠিকই সেরি আয় শীর্ষে আছে নাপোলি। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আছে তারা। সবশেষ ম্যাচে সালেরনিতানাকে ২-১ গোলে হারায় মিলান।

এদিকে কষ্টের জয় পেয়েছে ইউভেন্তুসও। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে ক্রিমোনেসেকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা। ফ্রি কিক থেকে ম্যাচের ভাগ্য গড়ে দেন আরকাদিউস মিলিক।এ ম্যাচের ফল অবশ্য ভিন্ন হতে পারত। প্রথমার্ধেই ক্রিমোনেসের দুটি গোল বাতিল হয়। ম্যাচের অধিকাংশ সময় ইউভেন্তুসের চোখে চোখ রেখে লড়াই করে শেষ মুহূর্তে হার মানে তারা। তাতে স্বস্তির শ্বাস নিতে পারছেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিও।“আমরা জানতাম এই ম্যাচে জটিল হবে, কেননা ক্রিমোনেসে প্রতিপক্ষকে ভীষণ তাড়িয়ে বেড়ায় এবং ধারাবাহিকভাবে চাপ দিতে থাকে। তারা খুবই জমাট এবং শারীরিক শক্তিনির্ভরও। এ কারণে জয়ের জন্য আমার ছেলেদের প্রশংসা প্রাপ্য।”স্বস্তির জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউভেন্তুস। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে নাপোলিকে হারানো ইন্টার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য