Sunday, September 8, 2024
বাড়িরাজ্যমেয়াদ উত্তীর্ণ হয়ে গেল বিপুল পরিমাণ আইরন এন্ড ফলিক এসিড সিরাপ

মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল বিপুল পরিমাণ আইরন এন্ড ফলিক এসিড সিরাপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর :  হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল বিপুল পরিমাণ আইরন এন্ড ফলিক এসিড সিরাপ। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সোমবার সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ধরা পরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কার্টুন ভর্তি বিপুল পরিমাণ আইরন এন্ড ফলিক এসিড সিরাপ। জানা যায় স্বাস্থ্য দপ্তর থেকে এই আইরন এন্ড ফলিক এসিড সিরাপ সরবরাহ করা হয়েছিল। তবে দপ্তর থেকে যেই সময় এই আইরন এন্ড ফলিক এসিড সিরাপ সরবরাহ করা হয়েছিল সেই সময় এই গুলির মেয়াদ ছিল। হাসপাতালে দীর্ঘ দিন পরে থাকার ফলে এই গুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়।

বিপুল পরিমাণ আইরন এন্ড ফলিক এসিড সিরাপ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার বিষয়ে তেলিয়ামুরা মহকুমার স্বাস্থ্য আধিকারিকের নিকট জানতে চাইলে তিনি কোন মুখ খুলতে নারাজ। এই বিষয়ে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে রুপক সরকারকে প্রশ্ন করা হলে তিনি জানান বিপুল পরিমাণ আইরন এন্ড ফলিক এসিড সিরাপ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার ঘটনার বিষয়ে তিনি অবগত রয়েছেন। এই বিষয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ও জেলা স্বাস্থ্য আধিকারিকও অবগত রয়েছেন। দপ্তর থেকে এই আইরন এন্ড ফলিক এসিড সিরাপ যখন সরবরাহ করা হয়েছিল তখন তার মেয়াদ বেশিদিন ছিল না। ফলে জেলা স্বাস্থ্য আধিকারিকেরও কোন কিছু করার ছিল না। তিনি আরও জানান সহসাই তিনি রোগী কল্যাণ সমিতির বৈঠক ডাকবেন। সেখানে এলাকার বিধায়িকাও উপস্থিত থাকবেন। বৈঠকের পর বিপুল পরিমাণ আইরন এন্ড ফলিক এসিড সিরাপ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে অবগত করা হবে। একই সাথে বেশি দিন মেয়াদ রয়েছে এই ধরনের আইরন এন্ড ফলিক এসিড সিরাপ যেন পাঠানো হয়ে সেই বিষয়ে দপ্তরের আধিকারিকের নিকট আবেদন জানানো হবে। তবে রোগী এবং রোগীর পরিজনেরা মনে করছে এর পেছনে কোন পরিকল্পনা জড়িত রয়েছে। কারণ মেয়াদ যদি কম সময় হয়ে থাকে তাহলে কেন অন্য হাসপাতালে কিছু ওষুধ পাঠানো হয়নি। প্রতিদিন বহু হাসপাতালে রোগীর মিলছে না ঔষধ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য