Thursday, December 12, 2024
বাড়িরাজ্যত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ডেপুটেশন

ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করার দাবিতে বুধবার মধ্যশিক্ষা এবং রাজ্য প্রকল্প অধিকর্তাকে ডেপুটেশন প্রদান করা হলো সমগ্র শিক্ষার শিক্ষক-শিক্ষিকারা। তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তর যাতে ২০০১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০১০ সালের ২৩ আগস্ট পর্যন্ত যারা নিয়োজিত হয়েছে তাদের থ্রি এ ক্যাটাগরিতে ভাগ করা হয়।

তাহলে তাদের টেট উত্তীর্ণ হওয়া আবশ্যক নয়। কারণ এন সি ই আর টি এবং সংশ্লিষ্ট দপ্তরের নিয়মে এটা রয়েছে। দপ্তর এ বি সি ক্যাটাগরি ভুলভাবে ভাগ করে কি সমস্যাটি সৃষ্টি করছে বলে অভিযোগ তোলেন বলে জানান ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি বাস্তব দেববর্মা। তিনি আরো বলেন যেসব শিক্ষক-শিক্ষিকারা ৫ বছর চাকুরি করে নিয়েছে তাদের চাকরি ক্ষেত্রে সমস্ত সুবিধা মিলছে না। বিষয়টি নিয়ে মধ্যশিক্ষা এবং রাজ্য প্রকল্প অধিকর্তা চান্দনী চন্দনকে ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য