স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করার দাবিতে বুধবার মধ্যশিক্ষা এবং রাজ্য প্রকল্প অধিকর্তাকে ডেপুটেশন প্রদান করা হলো সমগ্র শিক্ষার শিক্ষক-শিক্ষিকারা। তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তর যাতে ২০০১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০১০ সালের ২৩ আগস্ট পর্যন্ত যারা নিয়োজিত হয়েছে তাদের থ্রি এ ক্যাটাগরিতে ভাগ করা হয়।
তাহলে তাদের টেট উত্তীর্ণ হওয়া আবশ্যক নয়। কারণ এন সি ই আর টি এবং সংশ্লিষ্ট দপ্তরের নিয়মে এটা রয়েছে। দপ্তর এ বি সি ক্যাটাগরি ভুলভাবে ভাগ করে কি সমস্যাটি সৃষ্টি করছে বলে অভিযোগ তোলেন বলে জানান ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি বাস্তব দেববর্মা। তিনি আরো বলেন যেসব শিক্ষক-শিক্ষিকারা ৫ বছর চাকুরি করে নিয়েছে তাদের চাকরি ক্ষেত্রে সমস্ত সুবিধা মিলছে না। বিষয়টি নিয়ে মধ্যশিক্ষা এবং রাজ্য প্রকল্প অধিকর্তা চান্দনী চন্দনকে ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান তিনি।