Thursday, November 21, 2024
বাড়িখেলাআইসিসির সেরা একাদশে জায়গা হল না একজনও ভারতীয়র, অধিনায়ক বাবর আজম

আইসিসির সেরা একাদশে জায়গা হল না একজনও ভারতীয়র, অধিনায়ক বাবর আজম


নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স) : টি-২০ বিশ্বকাপের পর প্রকাশিত আইসিসির সেরা একাদশে জায়গা হল না বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের মতো নাম। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার ক্রিকেটারদের জায়গা হলেও অধিনায়ক বাবর আজমের আইসিসির সেরা দলে নেই একজনও ভারতীয় ক্রিকেটার। টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহনকারী দলগুলো থেকে সেরা পারফরম্যান্স করা ক্রিকেটারদেরই বেছে নেওয়া হয় সেই দলের জন্য। সেই তালিকাতেই আইসিসির জুরি একজনও ভারতীয়কে রাখেনি।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ চূড়ান্ত খারাপ পারফরম্যান্স দেখিয়েছে ভারত। পাকিস্তান, নিউজিল্যান্ডর কাছে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব টপকাতে পারেনি টিম ইন্ডিয়া। শেষ তিনম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখালেও বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার জন্য তা যথেষ্ট ছিল না।

এক নজরে সেরা দ্বাদশ

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ২৮৯ রান

জশ বাটলার (ইংল্যান্ড) – ২৬৯ রান

বাবর আজম (পাকিস্তান) – ৩০৩ রান

চরিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা) – ২৩১ রান

এইডেন মারকাম (দক্ষিণ আফ্রিকা) – ১৬২ রান

মইন আলি (ইংল্যান্ড) – ৯২ রান ও সাত উইকেট

ওয়ানিডু হাসারঙ্গা (শ্রীলঙ্কা) – ১৬ উইকেট

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) – ১৩ উইকেট

জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) – ১১ উইকেট

ট্রেন্ট বোল্ট (নিউ জিল্যান্ড) – ১৩ উইকেট

অনরিচ নর্ৎজে (দক্ষিণ আফ্রিকা) – ৯ উইকেট

শাহিন আফ্রিদি (পাকিস্তান) – ৭ উইকেট

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য