Friday, November 22, 2024
বাড়িরাজ্যআজাদিকা অমৃত মহোৎসবে প্রাক্তনের প্রচার

আজাদিকা অমৃত মহোৎসবে প্রাক্তনের প্রচার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত হর ঘর তেরঙ্গা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে এবং বীর শহীদদের স্মরণ করতে এই কর্মসূচীর ঘোষণা করা হয়েছে। এই তিনদিন দেশবাসীর কাছে আহ্বান জানানো হয়েছে প্রতিটি বাড়িতে যাতে জাতীয় উত্তোলন করা হয়। বৃহস্পতিবার তারই অঙ্গ হিসাবে বিজেপি ৯ বনমালিপুর মণ্ডলের উদ্যোগে মণ্ডল কার্যালয়ের সামনে থেকে এক প্রভাত ফেরীর আয়োজন করা হয়।

 এই প্রভাত ফেরীতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব সহ মণ্ডল নেতৃত্ব। প্রভাত ফেরিটি মণ্ডল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ নতুন দিশায় চলা শুরু করেছে। স্বাধীনতার অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে হর ঘর তেরঙ্গা কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচী সকলের কাছে পৌঁছে দিতে সরকারী ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে বিজেপি দলের উদ্যোগেও কার্যকরতারা রাষ্ট্রীয় সভাপতির নির্দেশে দেশের প্রতিটি প্রান্তে একাধিক কর্মসূচী নিয়েছে। তার মধ্যে রয়েছে প্রভাত ফেরী, স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি পরিষ্কার করা , তেরঙ্গা পতাকা উত্তোলন করা। এরই অঙ্গ হিসাবে এই প্রভাত ফেরীর আয়োজন বলে জানান বিধায়ক বিপ্লব কুমার দেব। এতে সমস্ত বনমালীপুরবাসী অংশ গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। দেশপ্রেম ও দেশ সর্বপরি এই মানসিকতা স্ব নির্ভর ভারত তৈরি করে বলে জানান তিনি। দেশপ্রেম, আত্মীয়তা ও রাষ্ট্রপ্রেম না থাকলে সেই ব্যক্তি  প্রতিষ্ঠিত হতে পারে না নিজের জীবনে। প্রধানমন্ত্রী সেই দিশাতে ভারতকে নিয়ে জেতে চাইছেন। সর্ব শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন। দেশ, মাতৃভুমি সর্বপরি বলে বার্তা দেন বিধায়ক বিপ্লব কুমার দেব।

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতির নেতৃত্বে দলের কার্যকরতারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। ত্রিপুরা প্রদেশ বিজেপি-র পক্ষ থেকে সেই কর্মসূচীর ঘোষণা করা হয়েছে। আর এই কর্মসূচীকে সফল করতে ৯ বনমালিপুর যুব মোর্চার উদ্যোগে বাইক র্যাীলীর আয়োজন করা হয়েছে। এদিনের বাইক র্যা লীতে অংশ নেন বিধায়ক বিপ্লব কুমার দেব । তিনি বলেন এই বাইক র্যা লী সাধারন বাইক র্যা লী নয়। এটা রাষ্ট্রপ্রেম, দেশাত্মবোধ, রাস্ট্রের প্রতি ভালবাসার বোধকে জাগ্রত করাই মূল লক্ষ্য। রাষ্ট্রপ্রেমীকরাই শক্তিশালি দেশ নির্মাণ করতে পারে। সেই দিশাতে  যুব মোর্চার কার্যকরতারা কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। স্ব নির্ভর ত্রিপুরা ও আত্ম নির্ভর হওয়ার ক্ষেত্রে এই মানসিকতা সহায়ক হবে বলে জানান তিনি।

স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির পাশাপাশি ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত স্বাধীনতা সংগ্রামীদের মর্মর মূর্তি পরিষ্কার করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। সে মোতাবেক বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সার্কেট হাউস স্থিত গান্ধীজির মূর্তি পরিষ্কার করে মাল্য দান করেন। অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে সারা রাজ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রত্যেক ব্যক্তির মধ্যে যাতে দেশ প্রেম এবং শহীদদের প্রতি শ্রদ্ধা মনোভাব জাগ্রত হয়। দীর্ঘ সময়ের পর দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে খুশি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য