Friday, November 22, 2024
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে গিয়ে মাঝপথে গ্রেপ্তার এন এস ইউ আই

মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে গিয়ে মাঝপথে গ্রেপ্তার এন এস ইউ আই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : শিক্ষা ব্যবস্থায় বেহাল দশার অভিযোগ তুলে আন্দোলনের সরব হলো এন এস ইউ আই। সোমবার সকালে এন এস ইউ আই -র পক্ষ থেকে কর্মী সমর্থকরা একটি মিছিল সংঘটিত করে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে যায়। কিন্তু মাঝপথে পুলিশ মিছিল আটকে দেয়।

মিছিলটি আই জি এম হাসপাতালের সামনে আসতে পুলিশ মিছিলটি রুখার চেষ্টা করে। কিন্তু মাঝ রাস্তায় বসে পড়ে এন.এস.ইউ.আই কর্মী সমর্থকরা। উপস্থিত এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায় জানান, রাজ্যে শিক্ষা ব্যবস্থার হাল বেহাল। ছাত্ররা যখন এর বিরুদ্ধে আন্দোলনে নামতে শুরু করেছে তখন ছাত্রদের উপর গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়ে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি। সরকারকে এ ধরনের গুন্ডাবাহিনী লেলিয়ে ছাত্রদের উপর আক্রমণ বন্ধ করা আহ্বান জানান তিনি। আরো বলেন রাজ্যে স্কুলগুলিতে যে শিক্ষক সংকট রয়েছে তার সংকট মেটানোর জন্য। কারণ সারা রাজ্যে শিক্ষক সংকটে শিক্ষা ব্যবস্থার অচল অবস্থায় সৃষ্টি হয়ে আছে। তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন ছাত্ররা রাজ্য সরকারকে যোগ্য জবাব দেবে বলে জানান তিনি। পরে বিক্ষোভ স্থল থেকে পুলিশ এন এস ইউ আই -র কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য