স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : শুক্রবার ৫১ পীঠের একপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে আসেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিন তাঁকে মাতাবাড়িতে স্বাগত জানান রাজ্যের কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিং রায়। সঙ্গে ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিজেপির জেলা সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন স্বপরিবারে মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে পুজোদেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মন্দির প্রাঙ্গণে এদিন বৃক্ষরোপণ করেন তিনি। পরে কল্যাণসাগরে গিয়ে মাছ ও কচ্ছপদের খাওয়ান। সদস্যতা অভিযানের প্রভারী থাকাকালীন সময়ে রাজ্যে এসে ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিয়েছিলেন। ফের একবার মায়ের ডাকে এসেছেন। দেশ ও মধ্য প্রদেশের জনতার মঙ্গলকামনায় পুজো দিয়েছেন বলে জানান। দেশের অগ্রগতি ও বিকাশ ঘটুক এবং ভাল কাজের মাধ্যমে জনতার উন্নত সেবা যাতে অব্যাহত রাখতে পারেন তার কামনা করেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে মাতারবাড়িতে নির্মীয়মান প্রসাদ প্রকল্পের কাজগুলি তুলে ধরেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রসাদ প্রকল্পের কাজ দেখে সন্তোষ ব্যক্ত করেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।