Friday, November 15, 2024
বাড়িশ্রেণী বহির্ভূতকেরলের ওয়ানাডে আফ্রিকান সোয়াইন জ্বরের হদিশ, শুকর নিধনের নির্দেশ

কেরলের ওয়ানাডে আফ্রিকান সোয়াইন জ্বরের হদিশ, শুকর নিধনের নির্দেশ


তিরুবনন্তপুরম, ২২ জুলাই (হি.স.) : এ বার কেরলেও খোঁজ মিলল আফ্রিকান সোয়াইন জ্বরের। কেরলের ওয়ানাড জেলার মানানথাভাদির দু’টি খামার থেকে আফ্রিকান সোয়াইন জ্বরের খবর পাওয়া গিয়েছে। ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিস-এ নমুনাগুলি পরীক্ষার পর জেলার দু’টি খামারের শূকরগুলির মধ্যে এই রোগটি নিশ্চিত করা হয়েছে।

পশুপালন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, একটি খামারে শূকরের মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষার ফলাফল আসার পর সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রোগটি যাতে ছড়াতে না পারে সেজন্য দ্বিতীয় খামারের ৩০০টি শূকর নিধনের নির্দেশ জারি করা হয়েছে। গত কয়েক দিন ধরেই মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, ত্রিপুরা, উত্তরাখণ্ড, অসম এবং বিহারে আফ্রিকান সোয়াইন জ্বরের খোঁজ পাওয়া গিয়েছে। এবার কেরলেও আফ্রিকান সোয়াইন জ্বরের হদিশ মিলল। শূকরদের এই রোগের ভাইরাসের মারণ ক্ষমতা রয়েছে। তা ছাড়া এটি দ্রুত সংক্রামক। এখনও পর্যন্ত এই রোগের কোনও ওষুধ বা প্রতিষেধক তৈরি হয়নি। তবে এই রোগ শূকরদের শরীর থেকে মানবদেহে ছড়াতে পারে না বলেই মত বিশেষজ্ঞদের। কেন্দ্র অবশ্য কোনও ঝুঁকি না নিয়ে এই সমস্ত এলাকার বাসিন্দাদের শূকরের মাংস খেতে নিষেধ করেছে। জারি করা হয়েছে ‘আফ্রিকান সোয়াইন ফিভার অ্যাকশন প্ল্যান’।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য