স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : সংক্রমণ রুখতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হলেও সেই নির্দেশিকা বাস্তবে কলাপাতা হয়ে গেছে।
নির্দেশিকা জারি হওয়ার দ্বিতীয় দিন বুধবার। খারচি পূজায় শত শত দর্শনার্থী শামিল হয়েছে। কিন্তু অধিকাংশ দর্শনার্থীর মুখে মাস্ক পরিধান ছিল না। ছিল না সামাজিক দূরত্ব। মানুষকে সচেতন করতে অবশেষে ময়দানে নামলো তৃণমূল কংগ্রেস। এদিন প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয় দর্শনার্থীদের। যাতে সকলে মাস্ক পরিধান করে পুজো দেন। পাশাপাশি রাজীব ভট্টাচার্য প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বুঝাতে চেয়েছেন প্রশাসনিক শুধু নির্দেশিকা জারি করে দায়িত্ব এড়িয়ে চলছে। মানুষ নির্দেশিকা কতটা গুরুত্বের সাথে মানছে, সেটা দেখার প্রয়োজন মনে করছে না।