স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে : শুক্রবার ধর্মনগরের আই এস বি টি -তে নৈশকালীন বাসে সন্দেহজনকভাবে আটক হয় ১১ জন বাংলাদেশি। তারা গোহাটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। তাদের আটক করে ধর্মনগর থানার পুলিশ। তাদের মধ্যে ৭ জন পুরুষ, দুইজন মহিলা ও দুইটি শিশু রয়েছে। তাছাড়া মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানান আই এস বি টি থেকে যারা ধরা পড়েছে তারা এক দালাল দিয়ে ভারতে প্রবেশ করেছে।
কিন্তু কোন এলাকা দিয়ে প্রবেশ করেছে তা বলতে পারছে না। তিন থেকে চার ঘন্টা অতিক্রম করে এসে ধর্মনগর আই এস বি টিতে এসেছে। এখানে দালালদের একটা চক্র তাদেরকে গোহাটির বাসে বসিয়ে চলে যায়। এবং বলে দিয়েছে গোহাটি গেলে তাদের কাজের ব্যবস্থা হয়ে যাবে। তাদের কাছ থেকে দালালরা ৬ থেকে ১৫ হাজার টাকা করে নিয়েছে। গৌহাটি পৌঁছে দিয়ে কাজ দেবে এই মর্মে একটা বিশাল চক্র বাংলাদেশ এবং ভারতজুড়ে কাজ করে চলেছে। দুটো শিশু বাদে যে ৯ জন আইএসবিটি থেকে ধরা পড়েছে, তারা হল শহিদুল মোল্লা, মোহাম্মদ আলামিন মিয়া, মোহাম্মদ মোল্লা, সাবির সেখ, রাজু সেখ, আহাদ মিয়া, বিনা বেগম এবং কুলসুম বেগম। পুলিশ আধিকারিক আরো জানান, সরমান উদ্দিন নামে এক যুবক ইয়াকুব নগর ১৩৯ নং বিএসএফ ব্যাটেলিয়ানের হাতে ধরা পড়ে। সরমান জানায় সে এক বছর যাবত ভারতে রয়েছে। কিন্তু কোন কাগজপত্র করতে না পারায় ইয়াকুব নগর দিয়ে বাংলাদেশ যাওয়ার প্রচেষ্টায় ছিল। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তাদের সাথে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।