স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : অগ্নিগর্ভ বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য গুলির মধ্যে ত্রিপুরা অন্যতম। সীমান্তে এসে ভারতের শরণার্থী হতে চাইছে বাংলাদেশের বহু সংখ্যালঘু মানুষ। বর্তমান পরিস্থিতিতে ভারত শরণার্থী নিয়ে কোন ভাবে দুর্বল মনোভাব দেখাতে চাইছে না। তাই সীমান্ত বাড়ানো হয়েছে নজরদারি। ত্রিপুরার সীমান্তেও জারি করা হয়েছে অত্যন্ত সতর্কতা। তাই রবিবার আগরতলা শহরতলী সীমান্তবর্তী এলাকাগুলো পরিদর্শনে যান পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। তিনি এদিন ভারত- বাংলা সীমান্তবর্তী অঞ্চল মতিনগর পরিদর্শন করেন।
সীমান্তবর্তী এলাকা পরিদর্শনকালে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পশ্চিম জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার কাঁটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয়দের সঙ্গে কথা বলেন। সীমান্ত এলাকা পরিদর্শন এবং কাঁটাতারের ওপারে থাকা ভারতীয়দের সঙ্গে কথা বলার পর প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তারপর পশ্চিম জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার জানিয়েছেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিককালের পরিস্থিতির কারণে তিনি সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। মতিনগর সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে প্রায় সত্তর ভারতীয় পরিবারের বসবাস। তাদের সঙ্গে কথা বলার পর পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার বুঝতে পেরেছেন বর্তমানে শান্ত পরিবেশ বজায় রয়েছে। কিন্তু ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলার পর তিনি উপলব্ধি করতে পেরেছেন পরিস্থিতি অনেকটাই স্পর্শকাতর। যার কারণে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সতর্কতা অবলম্বন করে চলেছে গোটা বিষয়টির উপর। যার কারণে রাজ্য সরকার এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের মধ্যে সঠিক বোঝাপড়ার মধ্য দিয়ে যাবতীয় বিষয়ের উপর তদারকি করা হচ্ছে। ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর সিনিয়র আধিকারিকরা ও ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করে গেছেন। এদিকে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের কড়া টহলদারি সত্ত্বেও বাংলাদেশিদের ধারাবাহিক অনুপ্রবেশ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই সীমান্ত সুরক্ষা বাহিনী এবং পুলিশের জালে ধরা পড়েছে একাধিক বাংলাদেশী। যার কারণে সীমান্তে নজরদারি আরো জোরদার করা হয়েছে।