Monday, September 16, 2024
বাড়িরাজ্যভারতবর্ষের উপর বহুবার আক্রমণ করা হয়েছে, তারপরও ভারত ভারতের জায়গায় রয়েছে :...

ভারতবর্ষের উপর বহুবার আক্রমণ করা হয়েছে, তারপরও ভারত ভারতের জায়গায় রয়েছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : সনাতনী সংস্কৃতি ও রীতিনীতি অনুযায়ী রবিবার রাণীরবাজারে কুম্ভকালী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ফিতা কেটে নব নির্মিত মন্দিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রাজ্যের বর্তমান সরকার মানুষের জন্য কাজ করছে। কর্মের পাশাপাশি ধর্মেও বিশ্বাসী সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করেছেন। সমগ্র ভারতবর্ষকে মানুষ বর্তমানে অন্য চোখে দেখে। কেউ কেউ আবার ঈর্ষাও করে। অনেক চক্রান্তও হয়। ভারতবর্ষের উপর বহুবার আক্রমণ করা হয়েছে। অনেক কিছু লুট করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরও ভারত ভারতের জায়গায় রয়েছে। ভারতকে কোন সময় খাটো করা যাবে না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন ভগবান ছাড়া কোন কিছু সম্ভব নয়। এইটা বুঝতে হবে। মন্দিরের মধ্যে মানুষ মানুষকে চিনতে পারে। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন রক্তদান করলে একটা ঐশ্বরিক চিন্তা ভাবনা আসে। রক্তের কোন ভেদাভেদ নেই। রক্তের কোন জাতপাত নেই। রক্ত একমাত্র ধর্ম যা, মানুষকে বারে বারে স্মরণ করিয়ে দেয় যে, সকলে এক। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-সন্তরাও উপস্থিত ছিলেন। এইদিন রাজ্যবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশ্বশান্তি যজ্ঞ করা হয়। এই যজ্ঞে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রীও। পাশাপাশি নবনির্মিত কুম্ভকালী মন্দির চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এইদিন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য